- googleplus
- youtube
- flickr
- envato
- behance
- vimeo
Latest News:
বুধবার, ২৫ মে, ২০১৬
তিন গোয়েন্দা ভলিউম ১/২ (। ছায়া শ্বাপদ ২। মমি ৩। রত্নদানো)
তিন গোয়েন্দা ভলিউম ১/২
তিন গোয়েন্দা বাংলাদেশের সেবা প্রকাশনী হতে প্রকাশিত জনপ্রিয় একটি কিশোর গোয়েন্দা কাহিনী সিরিজ। ১৯৮৫ খ্রিস্টাব্দের আগস্ট মাস থেকে বিদেশী কাহিনী অবলম্বনে শুরু হয় এই সিরিজটি। প্রথম থেকই রকিব হাসানই এই বিখ্যাত সিরিজটি লেখার কাজ করেন। রকিব হাসান একটানা ১৬০টি কাহিনী লেখেন। পরবর্তিতে শামসুদ্দীন নওয়াব এটি লেখার কাজ চালিয়ে যাচ্ছেন।'তিন গোয়েন্দা' তিনজন কিশোর গোয়েন্দার গল্প। তিন গোয়েন্দা পুরোপুরি মৌলিক কাহিনী নয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গোয়েন্দা কাহিনীর ছায়া অবলম্বনে রচিত। বিশেষ করে প্রথম দিককার বইগুলো রবার্ট আর্থারের (Robert Arthur) ইংরেজি সিরিজ "থ্রি ইনভেস্টিগেটরস" (The Three Investigators) অবলম্বনে রচিত।তিন গোয়েন্দা বলতেই বোঝায় তিনজন কিশোর, যারা রহস্য সমাধানে প্রচন্ড আগ্রহী,
তবে রহস্য সমাধানের পাশাপাশি এডভেঞ্চারও তাদের অন্যতম আকর্ষণ। কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড -তিনজনেই বাস করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রকি বীচ শহরে, তাদের বিভিন্ন এডভেঞ্চারের কাহিনী নিয়েই তিন গোয়েন্দা সিরিজ।
তবে রহস্য সমাধানের পাশাপাশি এডভেঞ্চারও তাদের অন্যতম আকর্ষণ। কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড -তিনজনেই বাস করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রকি বীচ শহরে, তাদের বিভিন্ন এডভেঞ্চারের কাহিনী নিয়েই তিন গোয়েন্দা সিরিজ।
ভলিউম-১ এর ২য় খন্ডতে যে তিনটি বই (গল্প) রয়েছে সেগুলো হল :
১। ছায়া শ্বাপদ
২। মমি
৩। রত্নদানো
বইটি উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Copyright © 2014 বি এন ইবুক পিডিএফ All Right Reserved