e="font-weight:bold;">

Google sarch

Latest News:

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

বিলাল ফিলিপসের বইসমূহ

বিলাল ফিলিপসের বইসমূহ



জন্ম ওয়েস্ট ইন্ডিজ এর জ্যামাইকায় ।

বড় হন কানাডায় ও সেখানে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৭৯ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ইসলামী মূলনীতি অনুষদ থেকে ব্যাচেলর ডিগ্রি এবং ১৯৮৫ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে ওয়েলস বিশ্ববিদ্যালয়-এর ইসলামী শিক্ষা

বিভাগ থেকে ইসলামী ধর্মতত্ত্বর ওপর ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৯৪ইং সাল থেকে সংযু্ক্ত আরব আমিরাতের দুবাইতে ‘ইসলামী তথ্য কেন্দ্র দুবাই (IICD)’ প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। বর্তমানে যা ‘ডিসকভার ইসলাম’ নামে পরিচিত। এছাড়া তিনি শারজাহ-এর দারুল ফাতাহ ইসলামিক প্রেস বৈদেশিক সাহিত্য বিভাগ প্রতিষ্ঠা করেন। ড. বিলালই সর্বপ্রথম ইন্টারনেট ৱ-এ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। যাকে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি বলা হয়।






 ডাউনলোড

১. তাওহীদের মূল নীতিমালা (ক্লিক

১. ইসলামে সর্বোত্তম বিষয়সমূহ (ক্লিক


১. বিলাল ফিলিপসের জীবনী (ক্লিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Copyright © 2014 বি এন ইবুক পিডিএফ All Right Reserved
^