শেষ দিবস
এই নশ্বর পৃথিবীর অন্যান্য সবকিছুর মত একদিন বর্তমান বিশ্বের ও পরিসমাপ্তি ঘটবে। এটা বিশ্বাস করা আমাদের ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। শেষ দিবসের বা কিয়ামতের লক্ষনসমূহ মুহাম্মদ(সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মাহর কাছে বর্ননা করেছেন। ইমাম ইবনে কাছীর এই লক্ষনসমূহ তাঁর কালজয়ী গ্রন্থ “আল-বিদায়া ওয়ান নিহায়া” তে সংগ্রহ করেছেন। এই বইটিতে কিয়ামতের লক্ষনসমূহ ও অন্যান্য পারিপার্শ্বিক ঘটনাবলী যা এখনো সংঘটিত হয়নি সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে, যদি ও অনেকগুলো লক্ষন ইতিমধ্য পরিলক্ষিত হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন